শনিবার, ১১ এপ্রিল, ২০২০

চন্দ্রলেখা মহান্তি










অমৃতের পুত্র




চোদ্দ বছর কেটে গেছে বনবাসে

পঞ্চবটী অরণ্যে,আশ্রম ধুলোয় হারিয়েছে,প্রহর

বাসনার অপত্যসুখে ভেজেনি মৃত্তিকা পায়নি মাতৃকোল



ঈগলের সরে যাওয়া,চোখ অনুসরনে ক্লান্ত ডানারা

কথা বলিনি নিজের সাথে

ইচ্ছেসুখ, শাপগ্রস্থ অষ্টবসুর মতো

নিজ হাতে বঞ্চিত,  তোদের ভাসিয়েছি,জাহ্নবী জলে



নতুন ধানের শিষে জন্মসিজ বাসনার অমৃতের পুত্র

কিছুতেই নিতে দেবনা তোকে ইচ্ছামৃত্যু,ভীষ্মরূপ

এ পৃথিবীর সমস্ত আগ্নেয় বলয় থেকে দূরে

দেবো তোকে রক্ষাকবজ,মেরুকরনে,পক্ষীমাতার মতো












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...