শনিবার, ১১ এপ্রিল, ২০২০

মাথুর দাস




চিমনিগুলি  






চিমনিগুলি  ধোঁয়াহীন,  কারখানায় --



কার খানায় কখন পড়ে  কার থাবা, 



চিন্তাগুলি  বাস্তবকেও  হার  মানায় ।



চিমনিগুলি  ধোঁয়াহীন,  কারখানায় --



খিদে যখন মৃত্যুসমান  জিভ শানায়



বাজারজীবন হাজার রঙে ওঠা-নাবা ;



চিমনিগুলি  ধোঁয়াহীন,  কারখানায় --



কার খানায় কখন পড়ে  কার থাবা !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...