শনিবার, ১১ এপ্রিল, ২০২০

জয়দেব বেরা







মনের আয়না






আমার মনের আয়নায়

দেখতে পাই সর্বক্ষণ

তোমারই প্রতিচ্ছবি,

তোমারই রূপের সৌন্দর্য।

আমার মনের আয়নায়

সর্বদা তাকিয়ে থাকি,

আর দেখি তোমার ঐ

রূপের বাহারি করা সুন্দর দেহখানি।

আমার মনের আয়নায়

সর্বদা দেখা যায় ;

এক জনেরই মুখের প্রতিচ্ছবি,

সে হলো তুমি!

তোমার ঐ প্রেমসিক্ত মিষ্টি মুখখানি!

থাকে অবিরত মোর মনের আয়নার মাঝখানে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...