শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

মিসবাহুল হোসেন

 থমথমে





ভিড় নেই, কোলাহল নেই,

চাঁদের আলোর প্রতি জমানো কোনো অধিকারবোধ নেই ,

শরৎ নেই, বসন্তের উদ্দীপনা নেই ,বর্ষার অভিমান নেই, ঝড়ঝঞ্ঝার ক্ষোভ  নেই , স্টেডিয়াম জুড়ে কোথাও কোনো উল্লাস নেই, চিৎকার নেই ।

কি অদ্ভুত ঘিঞ্জিপনা একলাঘরে, 

চার দেওয়ালের  বিদঘুটে চাউনি,

পাশ বালিশের ঘ্যানঘ্যান,

স্ক্রিনের আলোয় অসহনীয়  যন্ত্রণা।

চারিদিকে হাহাকার , উৎকণ্ঠা,

কাজ হারানোর শঙ্কা,

মৃত্যুর পরিসংখ্যান গুনে গুনে আতঙ্ক জমানো অনিদ্রা,

দুশ্চিন্তার মেঘ , বাতাসে  দূষণের গন্ধ,

 নির্বাক দর্শকের সমাগম অন্তরে অন্তরে।


স্বাধীনতা !  শ্বাসকষ্টে ভুগছে ভীষন,

অধিকারের লড়াই তবুও  রাস্তায় নামেনি,

কণ্ঠে ওঠেনি প্রশ্ন...

সব নিস্তেজ, মৃত মনে প্রাণে,

শুনশান , দুর্ভিক্ষ আসছে ধেয়ে,

দম বন্ধ ,রুদ্ধ ,ক্রুদ্ধ সময় থমকে গেছে, 

তুফানের আগাম শব্দ শুনে! 

থমথমে আকাশে  বাতাসে  সাবধান বাণী,

বাঁধ ভাঙার প্রকান্ড গর্জনের শেষ পূর্বাভাস।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...