শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

সুপ্রভাত মেট্যা

 শুনুন আপনি 





শুনুন,

উঠে দাঁড়ানোর কারনই যদি দৌড় ওই পথের শেষে , 

শীর্ষ লক্ষ্যের হয় ,তবেই দাঁড়ান ।


মুখে বলা আসছি-কে পিছিয়ে দিয়ে 

এগিয়ে চলা পা-কে সাফল্যের ভাবলে, সত্যলব্ধ সে হবেই ।


আলো মাখা সবুজের রঙে সকাল, 

দৃশ্য অবধি ধুলোর পায়ে পায়ে পৌঁছানোর পথ 

কার লেখায় উঠে আসে ,আপনি জানেন ?


আপনি কি জানেন কারও দেখার ব্যাপারটা একতরফার হলে বলার ব্যাপারটা, তা আসতেই পারে ?

হ্যাঁ সে আসতেই পারে ?


চোখ বন্ধ করলেই আলো।

আবার চোখ খুললেই অন্ধকার ।

অ্যাতো অন্ধকার যে কোথা থেকে আসে ,আপনি কিছুই লিখতে পারেননা আর।সমস্তই কলঙ্কের ,কালো হরফে হরফে লেখা সাদা পৃষ্ঠায় আপনার কবিতায় ;

যেন কোথাও ওই রজনীর আনন্দগন্ধে 

শুভ্র জ্যোৎস্নায় ভোর ওই উঁকি মারে সূর্যভয়ের ,

যা আপনি টেরই পাননা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...