শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

শর্মিষ্ঠা ঘোষ

 জানিনা




সরবতী রাতগন্ধ লেগে আছে নির্ঘুম মনকেমনে

এর কত চুপনাম এর কত টলমল অভিমান

হয়ত এসব ভালো আরো ভালো বাড়াবাড়ি পালিয়ে

আজও কি পেতে আছি হাত?

আজও কি গলে যেতে পারি প্রত্নপাথর ?

অহল্যা পাষানী যেন কতযুগ ধরে

প্রশ্নের মুখোমুখি যাইনি সহসা

জানিনা আজও সেই রিমঝিম কিনা

আনালে বিনালে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...