শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

সোমা মুখোপাধ্যায়

সব পরিক্রমণ শেষে 




  

আমাদের কথারা মেহগনি বাতাসে

ডানা মেলে ছিল।

যতদূর ভেসে যাওয়া যায় ততদূর।

সব বোঝাপরা সেরে নেমে যাবো

পরের স্টেশনে।

 বাকি যা রয়ে গেল

তার সুবাস লেগে থাক ঠোঁটের ডগায়

আঁখি পল্লবে।

সব পরিক্রমন শেষে

আজন্ম ব্রহ্মচর্য বেছে নেবো জেনো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...