শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

 ভালোবাসা কখনো অনুমতি চায় না 



 


তুমি তো জানো 

ভালোবাসার প্লেটে সৌন্দর্যের ওজন কতো ? 


অগোছালো আমি ,‌ এই প্রশ্নটি আমাকে উর্বর উদ্বেগ দেয়‌ । কতোটা ফর্মের ফাঁদে আটকে গেলে , দৃষ্টি ফেরত হাসি , সহজ হতে হতে অনুভূত ধারনা , তোমার সত্ত্বাতে ভ্রমণের অনুমোদন‌ করে । 


চশমা এবং আত্মার জানালা যখন‌ কবিতা হতে চেয়ে স্তবকগুলির প্রিমিয়ার করার জন্য প্রস্তুত , আমি ভাবি 

তোমার ঠোট , চুম্বনের দাবি রাখে 

আয়নার ঘুরে যাওয়া বিকেলের অনুবাদে‌ 


ভালোবাসা কখনো‌ অনুমতি চায় না


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...