শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

বিদিশা সরকার

 সিলেবাসের বাইরে 





অনুমানের ওপর দাঁড়িয়ে সম্পর্ক

মনোযোগ দিতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে যোগ বিয়োগে ।

অন লাইন ক্লাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে ব্ল্যাকবোর্ড 

সম্ভবত এই কারণে আকাশ আজ ফিরে যাচ্ছে ....

ধোঁয়া ওঠা চায়ের কাপ থেকে বাষ্পীভবনের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে

সেটা পরবর্তী ক্লাসে 


সম্ভবত বক্তব্য যখন ভাষণ হয়ে যায়

তখন ল্যাপটপে রাখাল দাশের প্রয়োজনে 

 পূর্ব প্রস্তুতি -- 


সিলেবাসের বাইরে প্রশ্নের উত্তর আর 

একটা নিরুপায় সম্পর্ককে পাশ ফেলের দরজায় দাঁড় করিয়ে

গুগল্ সার্চে খুঁজছি সেই মনোবিদ'কে 

মেনোপজ বিষয়ে যিনি আশার আভাস দিয়েছিলেন। 


সম্পর্ক ও মেনোপজ বিচ্ছুরণের উৎস থেকে

উদ্ধার করছে ব্যবহৃত কিছু মাস্ক 

নিকোটিন বিষয়ক সতর্কতা থেকে দূরে জামাইবাবুর পানের দোকান


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...