শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

দীপক জানা

 অন্ধকারের ভেতরেই




অন্ধকার মাখছে শব্দরা 

বিজ্ঞাপনের বাৎসায়নে ধ্রুবতারা

ক্রমশ ওয়ারিশন সার্টিফিকেট থেকে মুছে যাচ্ছে চিহ্ন

টাওয়ারের ওপর এসে বসলো তিনটে দাঁড়কাক


যারা কাক শাস্ত্র জানে, বুঝে নেবে

কাকবোলের খাদ্যগুণ

অথচ আজ ঘড়িতে কোনো অমঙ্গল যোগ ছিল না জেনেই

বিজোড় শালিক এসে বসলো ভিক্টোরিয়ার মাঠে


জ্যোৎস্না মোছা ভাঙা চাঁদ হুমড়ি খায়

গলায় কাঁটার মতো অবাধ্য যানজট

সিগন্যাল পেরোনো জীবন

বারবণিতার হাতে কোজাগরী আলো সাজে

ধূপে-দীপে পুড়ে যায় সন্ধ্যাটা

কোথাও কি পেঁচা ডেকে উঠল? 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...