শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

হীরক বন্দ্যোপাধ্যায়

 


দেশ জননী





পাবলো নেরুদাকে খুন করেছিল যারা 

তুমি যাবে সেই দেশে চাকরি করতে

লজ্জা করে  না তোমার, তুমি  না কবিতা  লেখো তুমি  না বলো সত্যি ছাড়া কবিতা  হয় না

পাপ কিন্তু বাপকেও ছাড়ে না বলেদিলাম ...


একটি দুঃখের কথা ছুটতে ছুটতে প্রত্যাখাত হয়ে 

চিরকাল গান হয়ে  বাজে সেখানে  সুখ ঐশ্বর্য্য তুচ্ছ

নির্বাক ছলনা ছাড়া কিছু  নয় 

এখন প্রায়শই পেপারে পড়ি ছেলে বড়ো হচ্ছে 

আমেরিকা কেড়ে নিচ্ছে, মানে কি?

এ এক নির্ভেজাল  সত্যি   কথা, বুদ্ধিজীবীরা কি সত্যি

কথায়  না বলে আজকাল ...


লোরকাকে হত্যা করেছিল যারা সেই দেশে তোমার সন্তানকে পাঠাচ্ছো  ডাক্তারি পড়তে 

লজ্জা করে  না তোমার, তুমি না দেশভক্ত বলে দাবি করো কথায় কথায় বক্তৃতায় ফুলঝুরি ছোটাও 

মঞ্চ আলো করে থাকো ,মা তুঝে সেলাম আওড়াও

চরিত্রহীন না হলে এ আচরণ কার হয় ?


দেশ আর বিদেশের মধ্যে একটা পার্থক্য আছে

পার্থক্যটা হলো ও আমার  দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা ...মাথা ঠেকাও মাথা ঠেকাতে শেখো

বন্ধু  মাইকেলকে ব্রাউনিং কি বলেছিলেন পড়োনি...পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবি তুমি আমরা একথা

জানি,কিন্তু এদেশ কোনও দিনও মূল্য  দেবে না।


এদেশে তুমি নেটিভ,নেটিভ ই  থেকে যাবে চিরকাল 

ব্লাডি ইন্ডিয়ান থেকে  যাবে 

নিজের দেশে নিজের ভাষায়  রচনা করো দেশজননীকে. ..সেটাই হবে তোমার  প্রকৃত স্বাধীনতা 

তোমার প্রকৃত  শক্তি,খ্যাতির কারণ ...

এবার  যাও বীর যুদ্ধ করো  ...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...