শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

আলো বসু

 মন্থন




কবিতার নামে ঘেন্না ধরে গেল, মুখ ঝোলানো ব্যঞ্জনের হরেকরকম হাতের গুণে একশো লাইক! 

সামগ্রী নির্ভরও কী নয় রন্ধন? 

বিষের আবার ভালো মন্দ কী হে? 

কীসের নামাবলি,কেনই বা হাপুস হুপুস করল না ,চেখে পর্যন্ত দেখল না হেতু অভিমান দলাদলি!

বিষ গোপনেই খায়, বিষক্রিয়ায় মৃত ভূতের দল  মৃত্যুপুরীতে বসে হাওয়া ভর্তি বেলুন ওড়ায় 

গভীরে যাও বলে বলে থলিভর্তি টপাটপ সওদা মল মুত্র নাড়িভুঁড়ি কফ থুতু পুঁজ রক্ত

নুনের খোঁজে মুখ গুঁজে পড়ে আছে বালিতে

যেন মাটি খুঁড়ে খুঁড়ে তুলে আনছে একেকজন আস্ত একেকটা হিরে

মুলোর রেজালা মুলোর তন্দুরি ভক্ষণে বিরিয়ানির ঢেকুর থোড়াই উঠবে ? 

এতটা গবেট কোনদিন জ্যান্ত মানুষ হতে পারে!

যমেরও অরুচি সব,আমি কী করে লাইক দেব ভাবতে ভাবতে ঘাড়ে সজোরে একটা থাবা,কে যেন বলছে, "এ্যাই মড়া, মরে গিয়েও তোর অহংকার যায়নি দেখছি! "












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...