শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

পৃথা রায় চৌধুরী

 কতোদূর... বহুদূর



সূর্য গলে যাচ্ছে

তোমার হাতে ফেলে এসেছি চোখ।


মনে পড়লো না আজ তোমার

তেষ্টার বোতল খালি রয়ে গেলো

প্ল্যাটফর্মের জলটুকু আগের মতোই

এখনো বহমান।


হাসি ঢেকে দেয় ধূপছায়ায়

কথাঝর্ণার খুনিঢোঁক

ধুতরো গেয়ে ওঠে অন্তিম পদাবলী,

জনান্তিকে...।


সন্ধ্যের কোলে অসহায় কালোকাচ

রাত্রি নামাতে ব্যস্ত

নিভে যায় পরসম্পদ আকাঙ্ক্ষা

আমের বাগান পেছনে সরে যায়

ঢেউ ভাঙ্গে নাকছাবি কুচি।


বোবা লেন্স... শাটার শাট আপ!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...