শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

অশোক কুমার ঠাকুর

 কবি ও পাঠক



  


পাঠক চেয়ে কবি বেশি

এই কথাটা মিথ্যে নয়

এই কথাটা শুনলে পরে

কোন কবির চিত্তে সয়!


সব কবির ভাবখানা এই

তার পাঠক সবচেয়ে বেশি

হোক না টেকো সুন্দরী সে

নামখানা যে এলোকেশী।


এলোকেশীর সংখ্যা বেশি

হোক বা না হোক কবিতা

নাম ছড়ানো অনুষ্ঠানের

চলছে প্রতিযোগিতা।


রামা দিলো পুরস্কার

মঞ্চে ডেকে আমাকে

আমি দিলাম পুরস্কার

মঞ্চে ডেকে রামাকে।


আর কিছু পুরস্কার

আবেদনে যায় পাওয়া

ক্ষমতার পদতলে

মাথানত হয়ে যাওয়া ।


কবি হওয়ার ইঁদুর দৌড়ে

এমনি করেই বঙ্গ চলে

কবির চেয়ে পাঠক কম

নিন্দুকে কি মিথ্যে বলে?

================


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...