শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

অমিতাভ দাস

 ঘাটশিলা :৬





অনেকদিন পর আজ মনে হল

ঠিকঠাক বৃষ্টি হল

অনেকদিন পর আজ মনে হল

আমার পুরোনো আমিকে খুঁজে পাচ্ছি

যাকে যা দেওয়ার নয়, তাকে তা দিয়ে ফেলি

নিঃস্ব লাগে চরাচর

নিঃস্ব লাগে নিজস্ব ভুবন

ইতিউতি ঘুরে বেড়াই, বেদনা চয়ন করি

গ্রামের বাড়িগুলি দেখি, চমৎকার কারুকাজ

বৃষ্টির ভিতর থেকে ডাক পাঠাই তাকে

যে আমার ছিল না কখনো... 

তার বসত জুড়ে দেখি ফুটেছে মাধবীলতা,জুঁই

তার অঙ্গন জুড়ে থাক শুধু মধুরতা

সাধনার সব আলো...

সবটুকু দিয়েছি বলেই আজ আমি মুক্তসখা

বৃষ্টির ভিতর বেরিয়ে পড়েছি চির স্বাধীন। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...