শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

রিদুওয়ান উদ্দিন

 


কারণ ছাড়া মন খারাপের দিন


কোনো কারণ ছাড়াই মন খারাপের দিনগুলির কি ব্যাখা হতে পারে?

কোনো দুঃখ নেই,কোনো কষ্ট নেই,শুধু মনটা আজ ভীষন খারাপ,একটা কিছুর ছলে।

ভালো লাগছে না আজকের এত সুন্দর বিকেল,





ভাল লাগছে কালচে আকাশ, ভালো লাগছে না মুক্ত মেঘ,যা ঘুরে বেড়াচ্ছে অবিরাম এই আকাশের বুকে।

আজ মন চাইছে না হাতে উঠুক কোনো একটা কাজ,

আজ কেন জানি একদম ভালো লাগছে না নিজের সবচেয়ে পছন্দের গান,ভীষন রকম লাগছে বেসুরে।

জানি না,তবে আজ কোনো কারণ ছাড়াই মনটা ভীষন খারাপ লাগছে,

কারো সাথে অভিমান হয়নি,ঝগড়াও হয়নি একদম কারো সাথে।

আজ মনে পড়ে যায় নি পুরনো কোনো কষ্ট,

পুরনো দুঃখ, যা বহুদিন ধরে চাপা পড়ে ছিল মনের কোনো এক কুঠুরে।

আজ মনটা এত কেন খারাপ হতে হবে?

উদাসীন হয়ে তাকিয়ে আছে দৃষ্টি, যেনো সময়টা কাটতে চাইছে না একেবারে এই শহরে।

এই মন খারাপে হয়তো কারো কান্না করতে মন চায় না,

কেন জানি ভালো লাগে না নিজের সবচেয়ে পছন্দের খাবার,খুব বেশি বিদ্ধস্ত লাগছে নিজেকে।

জানি না,তবে কারো সাথে কথা বলার একদম ইচ্ছে করছে না আজকে,

ডায়েরির পাতা নিয়ে বসে আছি দুবেলা,

লেখা হয়নি কিছুই,যেনো ঘোর শূন্যতা নেমে এসেছে আমার দোয়াত কলমের কালিতে।

সবারই এমন একটা দিন হয়ত আসে যেদিন মনটা কোনো কারণ ছাড়াই ভীষন খারাপ লাগে।

কতকিছু জমে আছে,কতকিছু থমকে আছে দেখো আজকের এই সকালে,

আমি চাই শুধু পার হয়ে যাক এই দীর্ঘ দিন,পার হয়ে যাক আমার বিক্ষিপ্ত মন, একটা কিছুর খোজেঁ।

কোনো কারন নেই,কোনো সমাধান নাই,

আজ মনটা এমনেই ভীষন খারাপ,ভীষন খারাপ লাগছে আজকের প্রতিটি প্রহরে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...