শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

প্রণব কুমার চক্রবর্তী

 ভূত সম্পর্কিত





ভূত মানে যে ভয়ের ব্যাপার , ঘাড় মটকে খায় ,

শ্যাওড়া গাছের মগডাল আর পোরো বাড়িতে রয় !

না শুনলে মায়ের কথা , না করলে পড়া ,

দুষ্টু ছেলেরা পড়বে জেনো ভূতের হাতেই ধরা !

রাত্রি হলেই চুপসে এসে ধরবে চুলের মুঠি ,

না জাগলে দু হাতে সে টিপবে গলার টুটি !

মুলোর মতো দাঁত দিয়ে সে কচমচিয়ে খেয়ে ,

তেপান্তরে যাবে  ফিরে খুশীর গান গেয়ে !

ওই ভয়েতেই সিঁটিয়ে ছিলাম শিশু কিশোর কাল ,

বড় হতেই টেরটি পেলাম সবই মায়ের চাল !

ব্যাপারটা যে তেমনটি নয় বুঝলাম বড় হয়ে ,

কল্পনাতেই  ওসব  গড়া ভয়ের আদল দিয়ে !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...