শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

হাসি বসু

 ঠিকানাহীন গল্প







তোমার ব্যালকনিতে কি আজও নিশিপদ্ম ফুটেছে?

একমুঠো সুগন্ধ নিয়ে বসে আছো, অপেক্ষা করছো

একটা নীল খামের জন্য, এখনো কি তোমার সেই

ডাইরিতে কিছু কবিতা অসমাপ্ত র'য়ে গেছে !


সেদিন বৃষ্টি ভেজা চোখ, তোমার মুখটাকে  অস্বচ্ছ

করেছিল, চশমার লেন্সে রাজপথের আলোর

প্রতিফলন  হচ্ছিল। আচ্ছা, তোমার দেশে

ডাকপিয়ন আসে? কিন্তু তোমার ঠিকানা তো জানিনা!


নীল খাম হওয়ায় ভেসে অভিকর্ষজ আকর্ষণে

মহাশূন্যে ঠিকানাহীন পথে ঘুরে মরে ,অনন্ত নিঃসঙ্গতায়।


1 টি মন্তব্য:

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...