শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

শম্পা সামন্ত

 ভোরের আলোয়





সকালের মনখারাপ গুলো ধুয়ে নিলাম ভোরের আলোয়

যেন একটি উজ্জ্বল নক্ষত্রের দিকে ছুটে যাওয়া

আর মেখে নিচ্ছিলাম নির্ভার বিশ্বাস


আমার সমস্ত ব্যাঞ্জনবর্ণের দিকে চেয়ে যাপন করছিল সমূহ আদর

আদর যেন ভিন গ্রহের বিশ্বাস, যেন চন্দ্রালোকিত কোনো বিজ্ঞান,যা অভিযান সম্পর্কীয় এবং প্রথম স্বরবর্ণীয়


যুদ্ধযান গুলি তখন কোনো সরল রেখায় হাঁটছিল না

তার হুকুম তালিম করতে তুমি কিছু অনিয়ম ডেকে আনলে

আসলে গরম গুলি ঠান্ডার দেশে আর শীতলতা গুলি প্রহর গুনছিল কোনো এক মহিলার চরণ চিনে।


যাবতীয় অনাচার গুলি যত ব্যবসার কারণ হয় তবে 

অর্থনীতি পাঠ্যক্রম  ভূক্ত  হল

তবে মধরাতে উপুর করা হল জ্ঞান ও প্রেম।


সখী আর প্রাণ সখা।আর বঙ্কিমম

পড়ে বেশ বুঝে গেছি বাল্যপ্রেম কিঞ্চিৎ অভিশাপ গ্রস্থ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...