শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

অসীম মালিক

 প্রবৃত্তি





সব শেষ হয়ে গেলে,

দু'চোখের জল নিয়ে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ !

শিকড় উগড়ে দেওয়ার প্রবণতা,

নতুন কাহিনীতে মুখ লুকায় ।

প্রচারের আলো মেখে শহীদ বেদীতে মাল্যদান করে -

স্বাধীনতার নব সকাল ।

খবর না হলে, খবর নেয়না কেউ ।

যারা যায় তারা কী আর ফিরে আসে ?

নতুন কাহিনীর মোড়কে সামনে আসে নোংরা প্রবৃত্তি ...

হৃদয়টা ডাস্টবিন হলে,

সাফাইকারির দিকে আঙুল তুলে কী লাভ !

ভাগ বাঁটোয়ারা নিয়ে কুকুরের লড়াই চলছে, চলবেই ।

অথচ, প্রতিটি হৃদয়-বাড়ির প্রভু জানে,

কুকুর লেজ না নাড়লে,

জিভের লালায় জন্ম নেয়না নতুন কোনো শিরোনাম !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...