শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

সঙ্গীতা মুখার্জী মণ্ডল

 সময়ের উপাখ্যান




একে একে মেঘগুলো যখন ঝরে পড়ে

একটাও আমার বুক ভিজিয়ে দিয়ে বলে না 

আমি তোর;

আমি নিঃস্ব হয়ে পড়ি

অকালেই সৌন্দর্যের আয়ু ক্ষয় হয়

হলুদ বসন্ত আসে না আমার ঘরে

ছুটে ছুটে যায় শহরের অলিগলি

জীবনের চৌরাস্তায় সকাল সাঁঝে। 

কিন্তু ভয় কোথায় কি উল্টে যায়

কঠিন অক্ষর বোঝার আগেই

আমি হারিয়ে ফেলি

প্রতিটা অশ্রুর এলোমেলো ভাবনা

সূর্য অস্ত যাওয়ার পথে, নিঝুম...

আমি ক্লান্ত চোখে শব্দের বাটখারা হাতে

গুণিতক হতে বাবার সুখের আশায়

আকাশ দেখি

চুরি করি সময়ের উপাখ্যান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...