শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

কৃপাণ মৈত্র

 সমন্বয়




একটা বিন্দু আঁকো

 আকাশ গঙ্গার অগণিত তারার মুকুরে

 বিষ্ময়। গেরুয়া সবুজ নীল অরণ্য

 সমতল নদী গিরিকন্দর

 সংকট বালুতট। একত্রিত যোগফল

 একটা সূক্ষ্ম বিন্দু, তারাদের চোখে।

 সেখানে বিন্দুপীযূষ সর্বধর্ম

 সমন্বয়, মানবতা বেদ উপনিষদ

  সামগান আজান আমেন,

 সে আমার গরবিনি দেশ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...