শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

অরুণ পাঠক


সব আছে





কখনও হারিয়ে গেলে কোথায় যে মেশে গিয়ে সব

অরুণাচলের সূর্য হয়তো কিছুটা জেনে যায়।


সেই যে বিষাদ কেটে গেল, তাদের আরোগ্য ভূমি—

চলো, বৃক্ষের মৌবনে পীড়ার আগুন জ্বেলে আসি।


ব্যথিত তারার ঘোরে রাত জাগি, পরমায়ু আসে

দেখি এক দুঃখ চক্রে জগৎ আনন্দনীল বসে।


পাড়ার মোড়ের বাতি একটু হলেও যেন ম্লান—

কেন যে আনন্দহিম দুহাত বাড়িয়ে নামে না যে।


জল্পনা রাঙিয়ে এই একা ঘরে আমিও তো নেই

কোথায় পার্থিব আমি কোথায় সামাজিক, জানি না।


সমস্ত স্পর্শই দূরে দূরে বর্ষানৌকো, স্মৃতি সব—

প্রিয়জন, পরিবার হয়তো গোধূলি কোনও ম্লান।


কোনও বিদায়ের আগে আপন অমর্ত্য নিয়ে খুশি

আমি জানি, সব আছে— অনন্তের কাছাকাছি সব।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...