শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

দেবাশিস মুখোপাধ্যায়

 



চক্ষু নির্মাণ পর্ব



তোমার পাথর চোখে স্কুলের ছুটির ঘন্টা

গ্রীষ্মের দিন কিছু ফুলের জন্মদিন।এই যে হঠাৎ খুঁজে পাওয়া গেল শূন্যতা কাটিয়ে সজল অশ্রুর পথে গানগুলো খুশি খুশি গায়।গড়ে ওঠে ভাঙা সম্পর্ক যেন ছিল যারা আবার ফিরেছে পুরনো ঘরের গমগমে। ঘাম তেল দিতে দিতে এই যে প্রতিমা জ্যান্ত যে কটা দিন কাছে পাওয়া ধন্য হৃদমন্ডপ।অন্ধমানুষের গল্প ফুরিয়ে আসে আমাদের চোখে পাতায় পাতায় বৈশাখীর নাচ বর্ষার আগে






যখন 



সন্ধ্যার গভীরে দেখি সন্ধ্যার বিষন্ন অসুখ

এই কুয়াশা জন্ম কে লিখে রাখে রাখার দেরাজে

অন্ধও মাঝেমাঝে শিউরে ওঠে এতো অন্ধকারে

কারা বসে আছে প্রত্যেকের কারাগারে

সব ক্ষত মেলে ধরে মৃত নক্ষত্রেরা 

আজ তবে আজকের গান বারুদ শূন্য

লিরিকের আশ্রয়ে সব আবহমান শব

নীরবতার নীর পাতায় পাতায় সজল 

এই মীড় অশ্রুত নয় শ্রুতির উজ্জ্বলতায় 

চুম্বন অসমাপ্ত রেখে তবে কে গেল বনে!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...