শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

সুদাম কৃষ্ণ মণ্ডল

 রেখার ওপারে




তোমাকে খুঁজেছি অনেক দিন,

পথ -প্রান্তর -ঘন সবুজ মাঠ ।

তুমি ভালো থেকো,

বুকের নদী জন্ম বৃত্তান্ত তুমি জানো।

সিক্ত হয়েছ কি কোনওদিন ?

সার্সি মাথায় আষাঢ়ের বর্ষা মুখর দিনে

উষ্ণ হাওয়া মাখতাম বুকে ,

শরৎকালের শিউলি কুড়ানোর ধুম,

মনে কি পড়ে শ্যামলী ?

প্রথম যেদিন শাড়ি তুলেছ পরণে

কোমল ভালোবাসা শাড়ির ভাঁজে

পরশ নিইনি  তার ।

মনে কি পড়ে না আমাকে ?

শুভ্রাংশুভরা চলে গেলে

আজও ধরা দিলে না আমাকে ।

চলেই গেলে বলেই গেলে না ।

তুমি কি আমার মত জ্বলছ ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...