শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

নিশীথ ষড়ংগী

 দ্বীপ





আপনার দ্বীপের কাছে হালকা এক ছলাচ্ছল ঢেউ--

পাখিওতো হতে পারে!

নীল পালকের নীচে আগুনের মৃদু এক আভা

অচেনা ভাষার গায়ে লেগে থাকে অজানা অক্ষর


দেখেও দেখেন না তাকে, অসম্পূর্ণ ছোট্ট কবিতা,,,


কত দূর থেকে আসে! কতো গান দূর!

কত কত সুরের সমুদ্র পেরিয়ে এই আসা!


ঢেউয়ের পাখিরা রোজ নীল একতারা ফেলে যায়

নক্ষত্রসেতার,,,


আপনার দ্বীপের নাম হৃদয় শব্দ দিয়ে আশ্চর্য বাঁধানো

বলে

কবিতার পাখিটিও প্রতিদিন দূর থেকে উড়ে উড়ে আসে,,,,,


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...