শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

রাজীব চক্রবর্তী

 চন্দ্রাহত





নিদ্রায় ও গতিতে যত শব্দ


লিখেছি, তার কোনো প্রত্যয়িত চিহ্ন


কোথাওই কি বেঁচে নেই আর!


অথচ সেসবই সংগ্রহ করে নিলে


স্বাভাবিক গ্রন্থিত সময়


                 সাক্ষী দিতো...


বহুবর্ণ হাসি আজ বহুদিন


                   ফিরেও আসেনি


তবুও হেসেছি আজ বহু বহু


অনর্থক মধ্যহ্ন পেরিয়ে


কোনো এক নাগরিক গেরুয়া আশ্রমে


হাসির বেদম ছিলো


বহুক্ষণ বহু তুচ্ছব্যায়ে...



এরপরও জেগে আছে কিয়দংশে


বিস্ফারিত দ্বিধা...


যাকিছু হারিয়ে গেলো যতকিছু


অগম্য নিদ্রার... অনাথ


সে শব্দরাশি আমাকেই


                           খোঁজে নাতো বসে


চন্দ্রাহত এই অবক্ষয়ে


যেখানে প্রবল শোক যেখানে


                                       কেবলই হাহাকার...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...