শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

অর্পিতা ঘোষ পালিত

 আরাধ্যা





রাতের বিপন্নতা নিয়ে হাঁটি 

বাচ্চা মেয়েটি এসে বাড়িয়ে দেয় ছেড়া চটি

     এটাতে সেফটিপিন আটকে দেবে

 দুহাত মুঠো করে দাঁড়িয়ে 

চলন-সই করে বলি –

তোর মুঠিতে কি আছে

হাত খুলে বলে

আলো…

হাসতে হাসতে এগিয়ে যায়


ধার করে বুকের ভেতর নিয়ে ডাকি…

তুমিই আরাধ্যা, ভরসা

অহং ভরে আমায় ডাকো

তৃতীয় নেত্রে আশিস রাখো মাথায়

মাভৈঃ বোলে দাও ভরসা

বলো

পথ দাঁড়িয়ে আছে পায়ের অপেক্ষায় 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...