শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

সৌম্য চট্টোপাধ্যায়

 এল-টাইমো 




ভাঙছে 

হাতুড়ি, গজাল 

চৌচির, চওড়া চিবুক, বুনোবর্ণের গাল 

ভ্রূ কুঁচকে আকাশের গিলে করা নীল 



 কালো মেঘ, ক্রমশ অসন্তোষে বিপ্রবর্ণ কালো 

গর্জনে নীল বিদ্যুৎ, শব্দে ভয়ঙ্করী।



হাড়ের অন্তরে প্রস্তর যুগের রাবিশ, কন্ঠস্বরে 

                                     এলোমেলো হাওয়া 

খিদে ওল্টানো হাঁড়ির একপেট ধোঁয়া ঊর্ধগামী 




স্নানহীন স্নানাগারে শ্যাওলা শুকিয়ে।




অদূরে থ্রেটজোন ইকনমির রঙরুট হাসি 

আওয়াজের বিভিষিকা কেন্নো গুটিয়ে 

নিস্তব্ধতা এমন যে দু'কানের শ্রুতিপর্দায় ঘুম নেমে এসে জানালো আদাব:



মঁসিয়ে সময়, তবে কি এইবার তুমি 

এল টাইমোর ম্যাজিক দ্যাখাবে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...