শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

অনিমেষ মণ্ডল

 সঙ্গম ও দহন কথা






আমার ফুলশয্যা মৃত্যুর সাথে


সাদা মার্কিনের আড়ালে আমাদের চুম্বন 



জন্ম যন্ত্রণার অসুখ থেকে দূরে 


অভিশপ্ত জীবন, একাকী "তৎ সৎ" তপস্যা 



অমৃত কুড়িয়ে খাবো কুকুরের সাথে


মাংস পোড়ার গন্ধে ম ম করবে সংসার 



ঘিলু পড়ার গন্ধে সকলেই নাকে কাপড় চাপা নেবে


বাঁশের খোঁচায় উল্টে দেবে ন্যাংট শরীর 



শেষ স্বপ্ন চিতার আগুনে জ্বলবে 


শকুনে ছো মেরে নিয়ে যাবে অবশিষ্ট নাভি 



আমার সমস্ত শরীর পবিত্র হবে তোমার ছোঁয়ায়


মৃত্যুর নীল চাদরের আড়ালে আমাদের অন্তিম সঙ্গম 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...