শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

মোনালিসা পাহাড়ী

 



ছায়া





মাথা কুটে মরে গেছে বেইমান রাত

আঁধারের বুকে লিখি অভিমানী চিঠি

প্রেম তো অলৌকিক মায়াবিনী বন

অযুত সময় ধরে বসি পিঠোপিঠি।


বাইরের রাস্তা দেখাস যদি

ফাঁকা হয়ে পড়ে থাকে ভেতরের কোল

তুই কি সত্যি ভালো? ভালোবাসা ফেলে!

আমার চতুর্দিকে বিরহের বোল।


প্রেম যদি আজ হয় মজে যাওয়া নদী

ভেঙে যদি যায় তার নড়বড়ে সাঁকো

বালির বিছানা মাপে শূন্যতা খালি

তুমি কি আমায় শুধু আড়ালেই ডাকো?


প্রেমের বিন্দু হয়ে জেগে থাকে তারা

জেগে থাকে চরাচর জাগে মোহ মায়া

ভেসে যায় যদি কায়া সময় সাগরে

আঁচলে বেঁধেছি গিঁট, অতীতের ছায়া।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...