শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

নজর উল ইসলাম

 বিমোহন





মুখের ওপর ইতিহাস খুলে দেখানো যায় 

ভেতরে গচ্ছিত গাঙের দিন গুজরান কেউ জানেই না 

সব পথই পথে আটকে যাবে গোমড়া মুখে 

হাসতে হাসতে ভালবাসার বিকেলগুলো মুছতে থাকে

ডানা ঝাপটানোর সময় শেষ, বুকের ওপর পাথর বসিয়ে 

অসহ্যকে সহ্যের ফুল-মরা দিনেও জাপটে ধরতে হয়

সমস্ত শিস-পিয়াস ভুলে সিলমোহর সাজানো 

এমন জীবন টেনে আকাশকে আলোমন বলতে হবে 

বাতাসকে গায়ে মেখে পদাতিক আমার আমিকে 

কী ভীষণ নির্বাসন সুরেলা করে মনজমিন চিহ্নিত

কোন আশ্রয়ই মন-দেহপটে জোড়ে না—অকারণে 

শুশ্রুষা বেবাক দাঁড়িয়ে থাকবে নিঃস্ব একা 

বিভোর এতকিছু ঝনঝনে মুখ পাল্টে পাল্টে বেড়াব 

তাজা সকাল আসে দিনমান হয়,

আমাকে কার্নিভাল সাজে লোক দেখানো ভালবাসতে হবে...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...