শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

নীলম সামন্ত

 মেধাবী সমাচার





মেধাকে হোটেলের বলরুম ধরে নিলে 

স্পষ্ট হয় মস্তিষ্কের আয়তন 

যেখানে আমরা না চাইলেও দু একটা ভাঙা প্লেট 

কিংবা ওয়েটারের হাতে অল্প একটু ময়লা 

থেকেই যায়


যাইহোক, আপাতত ব্রেকফাস্ট টেবিলের পাকা পেঁপের কথা বলি 

পিস পিস করে কাটা 

প্রশ্নহীন 

সুইমিং পুলের দিকে তাকিয়ে নাচতে নাচতে ঢুকে যাচ্ছে 

পাকস্থলীর মধ্যগগনে 


কোন বুক জ্বালা নেই

মাথা ব্যথা নেই 

এমনকি পেটে মোচড়ও নেই 


সারমর্মটা বুঝলেন তো?

মস্তিষ্ক বা মেধা যেমনই হোক না কেন 

প্রশ্নহীন থাকলে ঘুমের ব্যাঘাত ঘটে না৷ 

.

.


1 টি মন্তব্য:

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...