শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

অনিন্দ্য পাল

 হেমন্তের হিম ছুঁয়ে 




কাশ গুলো শুকনো মুখে মাথা নাড়ছে এখনও 

এবার চলে যাবে শরৎ 

ঝরা শিউলির গলিচা ছোট হয়ে আসছে এখন 

নবান্নের উঠোনে 

দেরি নেই আর পাকা ধানের সোনা ফুটে ওঠার 

কৃত্তিকা আদ্রার শীতল আলোতে স্নান সেরে ছাতিম 

এলিয়ে দিয়েছে সুগন্ধ-বাহু 

হেমন্তের হিম ছুঁয়ে ঘরে আসবে আউশ-আমন 

আসবে নিতবর সোনালী খড়ের কাহন 

সময় নেই বেশি 

খুরের শব্দ জানান দিচ্ছে আসছে শীত 

পৌষ আছে নতমুখে নিতে হবে তাকে 

                                 হেমন্তের উপবীত...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...