শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

অশোক বন্দ্যোপাধ্যায়

     শূন্য




শূন্য একটা গোল সংখ্যা মূল্য নেই যার।

ভিতরটা নিরেট ফাঁকা -- ফক্কা।

অথচ সেই মহাশূন্যে

আস্ত একটা ব্রহ্মান্ড ঢুকে যায়।

শূন্যকে নিয়ে হাসাহাসি চলে লোক মুখে।

কতো কতো মাতব্বর লোফালুফি খেলে

পিং পং বলের মতো।

শূন্য সত্যিই বেদনা বিধুর।

বিব্রত নিজেকে নিয়ে অতি তুচ্ছতায়--

যতো সব অভিজাত সংখ্যাদের কাছে।

প্রশ্ন -- এতো যদি গুরুত্ব হীন,

তবে শূন্য কেন আছে?

আসলে, শূণ্যের গুরুত্ব শুধু সংখ্যার ডান পাশে--

বাড়িয়ে যাও যতো খুশি পরার্ধ- অক্ষৌহিনী।

শূন্য যতোই ফাঁকা হোক-- বিশাল বাহিনী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...