শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

মাহমুদ নজির

 


চলো শৈল্পিক হই





চলো ভাবের কথা বলি 

হৃদয় খুলে মন বাগানে 

খুব যতনে সবুজ এবং সতেজ স্বপ্ন আঁকি।


চলো সরল পথে হাঁটি

হাত রেখে হাত কাঁধের উপর

সাহস করে সত্যি কথা বলি। 


মানুষ এখন অন্যরকম 

দিনে দিনে বদলে যাচ্ছে

পাল্টে নিচ্ছে স্বভাব সুলভ চলন বলন

মিথ্যা বলে খুব সহজে, নেই লজ্জা- লাজ

ভুল পথে রোজ ছুটে ছুটে

দিচ্ছে আসল ফাঁকি। 


চলো নিজেকে ঠিক করি

ভেঙেচুরে ভিতর বাহির 

এ পিঠ ও পিঠ যুক্ত করে

শুদ্ধতায় ফের নতুন ধাচে, নতুন রূপে গড়ি। 


চলো ভাব সাগরে ভাসাই জীবন তরী 

ভেসে ভেসে যাই হারিয়ে 

নিখিল অখিল জগতটাকে

ভালোলাগার দীপ্ত হাতে একটু ছুঁয়ে দেখি। 


আদর দিয়ে সোহাগ দিয়ে সাজাই ভুবন 

ফুলে ফুলে দিই রাঙিয়ে 

ভাবনাগুলো শুধুই করি ফেরি।


চলো শৈল্পিক হই, নিজের মতো

নিজের ভুবন নিজেই সৃজন করি। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...