শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

সজল বন্দ্যোপাধ্যায়

এখনও ঠিকঠাক বেঁচে আছে মানুষটা




ইচ্ছে থাকলেও মানুষটা পশু হয়ে যেতে পারেনি!


পশুর সাথে মানুষটা খাবার খুঁজেছে ডাস্টবিনে

গা ঘেঁষে নিশ্চিন্তে শুয়েছে ফুটপাথে কুকুরদের সাথে

ফেলে দেওয়া সিগারেটের এঁটোটাও টেনেছে যত্নে

তবুও মানুষটা পশু হয়ে যেতে পারেনি আজও!


ভাইয়েরা যখন সর্বস্ব কেড়ে রাস্তায় নামিয়ে দিলো

বউ তার কোলেরটা নিয়ে চলে গেল বাপের বাড়ি

মানুষটা শুধু ঘুরেছিল প্রশাসনের দরজায় দরজায়

আর ব্যর্থতার ঝুলি ভরে ফিরে এসেছিল বারবার

মানুষটা পশু হতে পারত, কিন্তু হয়ে যায়নি আজও!


নিরন্ন-সর্বহারা মানুষটা আজও বাঁচে মানুষ হয়ে

আজও নির্বিকার হয়ে হাত পাতে পথিকদের কাছে

ভিক্ষের পয়সায় কেনা কচুরি ভাগ করে পশুর সাথে

খোলা আকাশ অনন্ত বাতাসে বেঁচে থাকে ফুটপাথে।


ইচ্ছে ছিল অনেকদিন যখন সে সভ্যতার মাঝে ছিল

আজ ইচ্ছেহীন, সভ্যদের পশুত্বে উত্তরণ দেখে দেখে

আজ সে নিশ্চিন্তে নিদ্রা যাপন করে কুকুরের পাশে

আর মনে মনে ভাবে 'এখনও ঠিকঠাক বেঁচে আছি



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...