শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

সুবীর সরকার

 দর্পণ


                                            

রাণী নিরুপমা দেবী হয়তো এখানে বসে পরিচারিকা

পত্রিকার প্রুফ দেখতেন।সাগরদীঘির স্বচ্ছ জলরাশিকে তিনি হয়তো দর্পণ ভাবতেন।

কখনো এখানেই তার সাথে দেখা করতে আসতেন

                                                   সাবিত্রী দেবী

সাগরদিঘী ছুঁয়ে রাজশহরে উড়ে বেড়াতো ব্রহ্ম মন্ত্রের 

                                                     সুর


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...