শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

তিথি সরকার

 মাকে চিঠি






আরও একটি রাত পেরিয়ে গেল মা,

গতরাতের ভাতগুলো _

টেবিলের উপর থেকে সিলিংকে দেখছে,

ময়না শালিক টিয়া রোজের মত গল্প মত্ত হয়েছে,

রঘু কাকু প্রাত্যহিক কাজ শেষ করে,

বিহানকে তার সম্পত্তির কাহিনী শোনাচ্ছে

দ্যাখো পূব আকাশের রোদেরা কেমন হাসছে

সারা বাড়ি মা মা গন্ধে সুবাসিত

ঠিক যেনো সব আগের মত

শুধু মা ডাকলে কোনো সাড়া আসছে না 'মা ' ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...