শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

সম্পা পাল

 বলার কিছু নেই






প্রত‍্যেকবার রাস্তা মাপার আগে জ‍্যামেতির বাক্স খুঁজে দেখি অতীত ,বর্তমান ,ভবিষ‍্যতের কাটাকুটি !

পরবর্তী অংশটা ঠিক হলো তো !


জানি আমার ছাতা নেই ।

আপনার  নিয়তি নেই।

সুতরাং  বলার কিছু নেই।


আপনি খুঁজে দেখেননি কতটা পেলেন ?

আমিও লিখিনি না পেয়ে কতটা হারালাম !


আপনি হয়তো জীবন ভালোবাসেন !

কেউ মৃত‍্যুকে ...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...