শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

আশিষ কুমার নন্দী

 দীপাবলির সাজ





আঁধার রাতে প্রাণটি হাতে

ছমছমে এক ভয়,

ভূতের পুতের পোয়াবারো

বাইরে যাওয়া নয়।


ডাকিনীরা ডাক দিয়েছে

যোগিনীরা সঙ্গে,

দেবতারা হার মেনেছে

ছুটছে রণভঙ্গে।


কালিঝুলি মাখা দানব

অট্টহাসি হাসে,

মুন্ডুকাটা স্কন্ধকাটা

শূণ্যে দেখি ভাসে।


হঠাৎ করে আলোয় আলো

তিমিরনাশী কেউ,

কালোর চাদর ছিঁড়ে ফেলে

আনলো আলোর ঢেউ।


কৃষ্ণরূপা মা এসেছেন

ভীষণ খুশি আজ,

ভয় ঘুচিয়ে দুখ্ মুছিয়ে

দীপাবলির সাজ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...