শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

জয়ন্ত চট্টোপাধ্যায়

 দুঃখের ছদ্মনাম 





একটাও ভোর নেই কাঁপুনিবিহীন

মিথ্যাস্মৃতির ঘরে ফেলা গ্যাছে কঠোর উষ্ণতা

সকালটা ভেসে যায় কুয়াশা-শিশিরে

আমার প্রতীক্ষার পাশে তোমাদের বেলফুলঘুম

আর একটু সুখস্বপ্ন মাখে ......

এভাবেই মুহূর্তের দল পার হয় কাশফুলসুখ

তারপর কোমলের প্রবল ভ্রূকুটি সময়ের ডানায়

মালবাহী নৌকোর মতো বেআবরু দেহের ছলাৎ 

সবুজের কোমল পাতায় কে যেন খেলা লিখে রাখে

মজা মাখা যুদ্ধকে ক্রীড়া নামে চেনো,হনন কখন বলে?

সীমানা ছাড়ানো যন্ত্রণা সব সুখ শুষে নেয়


আবর্জনার গর্ভ থেকে বাতিলের প্রেত উঠে আসে


অজস্র মুখ দুর্দম অতৃপ্ত বিনোদন লুকিয়ে গেলে

আত্মরক্ষা নিশ্চিত হয়ে ওঠে,কার্যকারণ সূত্রগুলি

নর্দমায় গড়ায় পুড়ে যায় স্বপ্নের কোমল

অসুখহাওয়ায় যত আলকুশি বিছুটির রোমের আগ্রাস


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...