বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

অনিমেষ মণ্ডল

 

 

মুহুর্ত

 



 

 

 

এত কাছ থেকে দেখার মুহূর্তে একটি মায়াবী আলো ছুঁয়ে ছিলো আমাদের । বাস্তবতা ও কল্পনার ব্যবধান সরে গিয়ে আমরা নেমেছিলাম সময়ের স্রোতে ।সমস্ত মান-অভিমান, না বলতে পারা কথার পাহাড় সরিয়ে মুহূর্তের জন্য সময় গেয়ে উঠেছিল রবীন্দ্রসংগীত।

 

 

আঙুলের ফাঁকে বন্দি অনুভব মুক্তকরে উড়িয়ে দিয়েছি শরতের মেঘের বুকে। উন্মুক্ত বাহুর বাঁধন আলগা করে সুরে ছন্দে আমাদের নির্লিপ্ত ভাবাবেগ ।কতটা দূরে ছিলাম সেটা প্রশ্ন নয়,কতটা কাছে এলে আমাদের মুহূর্ত এক সুরে বাঁধা পড়বে বা …..।

 

 

তোমার রাতে না ঘুমোতে পারা চোখ দু'টো নেশার আবেশ ছড়িয়ে শিউলি ঝরা সকলকে আমন্ত্রণ জানায় ।তোমার নিঃশ্বাস পতনের শব্দে চুরমার সমস্ত নিস্তব্ধতা। আমাদের মুহূর্ত বনানীর গহীনে হারিয়ে গেছে ।

 

 

তোমার ঠোঁট সমস্ত অভিমান ভুলে সদ্য জন্ম নেওয়া প্রজাপতির মত মেলে ধরেছে ডানা ।আমাদের শুরু ও শেষের মাঝে স্বাক্ষী থেকেছে কয়েকটা মুহূর্ত…

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...