বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

তাপস গুপ্ত

 

 

ফ্যালাসি



 

 

 

কিছু বলতে উঠলে ঘাবড়ে যাই

 

হাঁটু কাঁপে

 

সাজানো মঞ্চ মাইক্রোফোন অথবা

 

সম্মুখস্থ উপবিষ্ট জন থাকলে আরও বেশি,

 

কিছুদিন আগে অমিতাভ বচ্চনও বলেছিলেন

 

তাঁর মিথসম হাঁটু কাঁপার কথা,

 

আঁধার ফালি চিরে ওডোনিল সুবাসিত কনুই

 

পাঁজর খুঁচিয়ে বলেছিল

 

অভিনয় জানেন বটে ভদ্র মহোদয়

 

 

তাই লিখে এনেছি

 

উপস্থিত এবং উপবিষ্ট সকলকেই

 

আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা

 

আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা

 

 

যদি এখনই বিদ্যুতে জ্বলে পুড়ে যায় সব

 

অথবা প্রবল প্লাবনে ভেসে যায়

 

তখন কিছু নাছোড় শব্দআত্মা

 

মোচার খোলার মত অদৃশ্য হাওয়ায় হাওয়ায়

 

ভাসতে ভাসতে ভাসতে ভাসতে

 

পেতে চাইবে জেদি কাঠের মত কঠিন

 

হাল না ছাড়া দাঁড়ের মত

 

প্রত্নলিপির রূপটান লিখনে নোয়ার নৌকো

 

 

যদিও এই সমুদ্র শাসিত নোনা পথ

 

কোনো কোনো সময় মেনে

 

খিদের জল্লাদি মোচড়ে পুড়ে পুড়ে ছাই হয়ে যেতে চায়

 

 

ভারসাম্যে ঢেঁকি গিলে বায়ু পিত্ত কফ

 

একটি বিধ্বংসীসুন্দর হাঁ নিয়ে

 

আকাশ ছাড়িয়ে খোঁজে জরায়ু মৃত্তিকা মাটি লাঙল

 

লতানে গাছের পাতায় লালিমা জ্বলে নীল শিখায়

 

 

মৃত শব্দ তখনও দেহের সন্ধানে

 

রূপকথা সম নোয়ার নৌকার খোঁজে

 

পূর্বজ কিছু গথিক গলিত আত্মা ভেসে ভেসে বলে

 

এল গ্রেকোর খ্রিস্ট কে ভুলে যাও

 

অবন ঠাকুরের নিবেদিতা ভুলে যাও

 

 

চুপ করে বসে টেবিলে ছড়ানো

 

টিম টিমে আলোয় যে আঙুল বুনে চলেছে

 

আগামীর ঘর তার কাঁটার মুখে

 

শান্ত ভীষণ শান্ত সুবিধেবাদী সন্ত্রাস

 

সেই সৃজনী সন্ত্রাস আদরে চুমুতে সংরাগে জানায়

 

জেনুইন ফ্যালাসি বলে কিছু হয় না

 

লাঙল মৃত্তিকা  জরায়ু উদর মাটি আকাশ ফুল আয়তনিক আর্তনাদে সিম্বলিক সিগনিফায়ার

 

হয়ে ওঠে, হয়ে উঠতে চায় মঞ্চ জুড়ে,

 

হয়ে উঠতে চায় খন্ডের সমগ্রতায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...