বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

মৌসুমী ভৌমিক

 

অনুরাগ



 

 

 

 

অভিমান গোপন করলে

 

বৃষ্টিরা চুপিচুপি হেঁটে আসে

 

কুয়াশারা উদাস বাউলের  মতো

 

            একাকিত্বের গান গায়

 

                 জড়ানো শীতের আঙিনায় ।

 

হিম হিম কষ্টেরা নোঙরবিহীন হয়ে

 

      আলগোছে ছোটে ভুবনডাঙার মাঠে ।

 

 

অভিমান ধুয়ে ফেলি নিশ্চুপে

 

      ফেরি করা অসংখ্য উত্তাপে

 

তখন একা ভেসে যাই

 

   শর্তবিহীন অনুরাগ মিঠে  হয়

 

ভিজে যায় কুয়াশা শরীর

 

ঝুঁকে থাকে মাধবীলতার আনমনা দৃষ্টি

 

আবছা সোনা সকালে সযত্নে

 

      চুম্বন আঁকে ধোঁয়ারোদ

 

সেই বোধহয় প্রগাঢ় শূন্যতা

 

শূন্য সুখ

 

শূন্যতার আলিঙ্গনে সম্পূর্ণতার খোঁজে

 

সাজিয়ে ফেলি চাঁদের বাগান

 

             সম্পন্ন পাড়ার ভেতর।

 

যতটুকু মায়াজন্ম নিয়ে ভেসে থাকি

 

          অযুত স্বপ্নকথা নিয়ে

 

ভাসিয়ে দিয়ে দুঃখের সব দাগ

 

পড়ন্ত রোদ্দুরও জানে না

 

সেখানে ঠিক কতখানি যত্নে

 

          সাজানো দুরন্ত অনুরাগ।

 

 

 

 

 

 

 

 

 

 

  
x

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...