বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

মতিউল ইসলাম

তিনবিঘার রূপকথা



 

 

আমাদের পশ্চিম মাঠে তিনবিঘা বাকুড়ির দক্ষিণ আলে একটা আল কেউটের বাস আছে বলে জনশ্রুতি আছে।

সকলের সৌভাগ্য হয়না তার দর্শণের, শীতের গোধূলীতে লেওর ঝরে পড়ে ধানের শিষ গর্ভবতী হতে শুরু করলেই তার হিসহাস শুনেছে অনেকেই।

 

পাকা ধানে পরমান্নের সুগন্ধ উঠলেই

কেউটের দর্শণে সম্পদশালী হয়ে ওঠে প্রান্তিক চাষী।

 

আজো আমার সারা রাতের স্বপ্ন জুড়ে পাকা ধান, আর কেউটের তীব্র ছোবল!

  
x

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...