বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

প্রভাত শতপথী

জল-ছায়া



 

পাহাড়েরও ছায়া এসে পড়ে জলে,

ছবিতে সে পাষাণই রয়ে যায়।

বাতাসে কাঁপে পাশের ডালপালা,

কম্পিত পাহাড় অবিকল ধরা দেয় জল-মুকুরে।

 

যে জলের বুকে খেয়া ছোটে,

তাতে জল-পাটাতন দ্বন্দ্বের চেনা রেওয়াজ শুনি,

তবু কেউ দেখিনি তো------

জলখচিত ছায়ায় মায়া লীন হয়ে মরে থাকে,

ওটাই পাহাড়ের সুখী দুর্বলতা।

 

জল-ছায়া কে আর আঁকে বলো !

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...