বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

তাহমিনা শিল্পী

বৃষ্টিভেজা বেলি

 


 

ঘুমন্ত রাজপথ মাঝরাতে জেগে ওঠে বৃষ্টির ওমে

বিস্মিত চাঁদ ঘুমঘুম চোখে ডুবে যেতে যেতে দেখে

সারা আকাশ জুড়ে অশ্রু-মেঘ দাপিয়ে বেড়াচ্ছে

মানুষেরা পুড়ে পুড়ে অঙ্গার হচ্ছে প্রেমের তাপে

ফুলেরা ঘ্রাণ মেলে দিচ্ছে ভেজা বাতাসে।

 

রাতভোর হলে চার রাস্তার মোড়ে

একটি শিশু দাড়িয়ে থাকে

বৃষ্টিভেজা বেলির মালা হাতে,

তার বিষন্ন ছায়া হেলে থাকে

জল জমে থাকা পথের সরোবরে

তাতে কিছু মশা কিলবিল করে।

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...