বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

শর্মিষ্ঠা ঘোষ

ভয় 



 

হরিদাস গুষ্টির চোদ্দ পুরুষের বাস্তুতন্ত্র ভয়

বাড়ির প্রবেশ পথে ভয় খিড়কি দরজার লোহার সিঁড়িতে ভয়

রান্নাঘর শোবার ঘর ঠাকুর ঘর খাবার ঘর না'বার ঘর

সর্বত্র ভয়ের ফুলদানি টিকা নামাবলী চন্দন তেল হলুদ

হরিদাসের বাবার গুপ্ত রোগ ছিল ভয়

ঠাকুর্দার গুপ্ত রোগ তাবেদারি

হরিদাসের নিজের বলতে বাপ ঠাকুর্দার ভয়াল রক্ত 
x

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...