বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

আকমল হোসেন

 খুঁজে নাও

 


 

খুঁজে নাও নিজ জীবনটারে

খুঁজে দেবে না তো কেউ ,

সমালোচনার নেইকো অভাব

কারো মনে তো তুচ্ছ হেও।

 

যে যাই মনে করছে করুক

তাতেই কি বা যাই আসে?

শান্তি তো মেলে সেখানেই

অন্যের খুসিতে কেউ হাসে ।

 

খুনসুটির বাঁধন কেটে দিয়ে

জমাও পাড়ি আপন সুরে,

থাকুক না তারা সেখানেই

রয়ে যাও শত মাইল দূরে।

 

প্রতিশোধ একদিন নিতেই হবে

হাতে না নিয়ে বরং কলমে,

সেদিন তো ভীষণ লাগবে মজা

জ্বলবে তারা আপন জ্বলনে।

 

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...